



সিভিক ভলেন্টিয়াররা কী কী করতে পারবেন, নির্দেশিকা প্রকাশ করলেন আই.জি.
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিভিক ভলান্টিয়াররা কী কী কাজ করতে পারবেন, তার নির্দেশিকা প্রকাশ করলেন রাজ্য পুলিশের আই.জি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের আই.জি-কে সিভিক ভলেন্টিয়ারদের জন্য গাইডলাইন তৈরি করার নির্দেশ দেন। আজ হাই কোর্ট-এর নির্দেশ অনুযায়ী নির্দেশিকা প্রকাশ করেন। নির্দেশিকায় উল্লেখ, কেবল মাত্র উৎসব-অনুষ্ঠানে সিভিক ভলান্টিয়াররা পুলিশকে সহযোগিতা করতে পারবেন। এছাড়াও ট্রাফিক সামলানো, সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। আটকাতে পারবেন বে-আইনি পার্কিং। কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি রাজশেখর মান্থা ২৯ মার্চ ২০২৩-এর ভেতর রাজ্য পুলিশের আই. জি-কে নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ ২৫ মার্চ, ২০২৩ নির্দেশিকা প্রকাশিত হল ভবানি ভবন থেকে।
