Sasraya News

Wednesday, June 18, 2025

Womens Cricket, Asia Cup 2022 : বাংলাদেশকে বড় রানের ব্যবধানে হরিয়ে সেমিফাইনালে ভারত

Listen

বাংলাদেশকে বড় রানের ব্যবধানে হরিয়ে সেমিফাইনালে ভারত

সাশ্রয় নিউজ : মেয়েদের এশিয়া কাপ ২০২২-এ গতকাল পাকিস্তানের কাছে হারের পর একাংশের সমালোচকগণ মনে করেছিলেন, ভারতীয় ক্রিকেটাররা মনোবল হারিয়ে ফেলবেন! কিন্তু সেটা যে আসলে কল্পনাপ্রসূত, তা প্রমাণ করে দিলেন স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা। কারণ ওঁরা ভালো করেই জানেন, একটা হারের পরেই একটি সুন্দর জয়ে আসে। আর সেই জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মতই।

আজকে বাংলাদেশের সিলেটে আয়োজিত মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে গতবারের চাম্পিয়ন বাংলাদেশকে হারাল ভারত। এই জয় দিয়েই ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ২০২২-এ পাকাপোক্ত জায়গা করে নিল। খেলার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় মেয়েরা। শেফালী ভার্মা ও স্মৃতির মান্ধানার ওপেনিং জুটি বিধ্বংসী ৯২ রানের একটি পাহাড় দাঁড় করায়। শেফালীর অনবদ্য ৫০ ভারতীয় ক্রিকেট দলকে স্বস্তি দিয়েছে। শেফালীর দীর্ঘদিন রানে ছিলেন না। তাঁর এই রানে ফেরা হাসি এসেছে ভারতীয় ক্রিকেটারদের মুখে। টি-২০ মহিলা ক্রিকেটের সবচেয়ে ছোট ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান করে রেকর্ড করলেন শেফালী। শেফালী মাত্র ৪৪ বল খেলে ৫৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। ৩৮ বল খেলে ৪৭ রান করেন স্মৃতি মান্ধানা। ভারতীয় দলের মাঝের ও নিচের দিকে ব্যাট কর‍তে আসা মেয়েরা সম্মানজনক স্কোর করতে পারলেন না। ভারত ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। উইকেট কিপার রিচা ঘোষ-এর অনবদ্য দুটি স্ট্যাম্প ভারতীয় দলকে আরও মজবুত জায়গায় পৌঁছে দেয়।

গতবারের চাম্পিয়ান বাংলাদেশ ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। ওপেনিং জুটি থেকে বাংলাদেশের স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ৪৫ রান। পরবর্তীতে মিডল আর্ডাররা ভারতীয় বোলারদের কাছে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০০ রান করে। বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর করেছেন নিগার সুলতানা। তাঁর ব্যাট থেকে বাংলাদেশের স্কোর বোর্ডে যোগ হয়েছে ৩৭ রান। ম্যাচের সেরা হয়েছেন শেফালী ভার্মা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment