Sasraya News

Womens Asia Cup 2022 : ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন খেলার মাঠে অসুস্থ ক্রিকেটার রিচা ঘোষ

Listen

ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন খেলার মাঠে অসুস্থ ক্রিকেটার রিচা ঘোষ 

সাশ্রয় নিউজ : এবার মহিলাদের এশিয়া কাপ-এর আয়োজক দেশ বাংলাদেশ। এশিয়া কাপের ম্যাচগুলি হচ্ছে সিলেটে। আজ ভারত ও পাকিস্তান  ম্যাচ চলাকালীন ভীষণ রোদ্দুরে মাঠের ভেতর অসুস্থ হয়ে পড়েন ভারতীয় দলের উইকেট রক্ষক রিচা ঘোষ। ভারতীয় দলের ফিজিও রিচাকে মাঠ থেকে  ড্রেসিং রুমে নিয়ে যান। ভারতীয় উইকেট রক্ষকের এমন কী হয়েছে যে, তাঁকে মাঠ থেকে ড্রেসিং রুমে নিয়ে গেলেন ফিজিও? তা অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। তবে সুত্রের খবর, অসম্ভব রোদ্দুরে সানস্টোক হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের উইকেট রক্ষক রিচা ঘোষ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read