Sasraya News

West Bengal Weather Report : বঙ্গে বৃষ্টি থামছে না এখনই

Listen

বঙ্গে বৃষ্টি থামছে না এখনই

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বঙ্গে বৃষ্টি থামছে না এখনই। বৃষ্টির ভ্রুকুটি থাকবে আরও ক’য়েক দিন। আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবারের পরে থেকে ক্রমশ আবহাওয়ার পরিবর্তন হবে। আজ রবিবার সারাদিন আকাশ মেঘলা ছিল। রাজ্যের প্রায় সবজেলাতেই বৃষ্টি হয়েছে।

-প্রতীকী ছবি

 

বিগত ক’য়েকদিন থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে বঙ্গে। কোথাও চলছে হালকা  মাঝারি, ও ভারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায় যে, আগামী ২-৩ দিন বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। তেমনি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদীয়া, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত অন্যান্য জেলার থেকে বেশি হওয়ার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি থামার কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের পক্ষ থেকে। আগামী ২৪ ঘন্টায় কোচ বিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৪-২৫ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read