



আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী। সমস্ত জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবারে পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে পূর্ব সতর্কতা অনুযায়ী আলিপুর হাওয়া অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টোল ফ নম্বর : 8900793503 ও 8900793504। আজকে দক্ষিণের জেলাগুলিতে সারাদিনই গুমোট গরম, আকাশ মেঘলা, কোথাও কোথাও কয়েক ফোটা বৃষ্টি পড়ে।
ছবি : প্রতীকী
