



২৩ দিনের শিশুকে বিক্রি, পুলিশের হাতে ধৃত পাঁচজন
সাশ্রয় নিউজ ★কলকাতা : আনন্দপুরে সদ্যোজাতকে উদ্ধার করল পুলিশ। সদ্যোজাতর বয়স ২৩ দিন। নবজাতকের মা গতকাল আনন্দপুর থানায় অঅভিযোগ করেন। তারপরই পুলিশ তদন্তে নামেন। দাদু এ সদ্যোজাতর সৎ দিদিমার সঙ্গে কথা বলেন পুলিশ। তাঁদের বয়ানে অসঙ্গতি পাওয়ায় সন্দেহ দানা বাঁধে পুলিশের। পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করেন। ওঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজন পুলিশের হাতে গ্রেফতার হয়। তিন জনই মহিলা। সূত্রের খবর, জেরায় পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়, ধৃত বাকি তিন জনের ভেতর দু’জন দালাল বলে উল্লেখ। পাশাপাশি, একজন মহিলা শিশুটিকে বে-আইনিভাবে অর্থের বিনিময়ে কেনে। উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে শিশু বিক্রি চক্রের আরও গভীরে কে বা কারা আছেন কিনা তা জানতে চেষ্টা করছে পুলিশ।
ছবি : প্রতীকী
