



সিট সদস্যের স্বেচ্ছাবসরের আবেদন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রাথমিক দূর্নীতি তদন্তে সিট গঠন করেছেন কলকাতা হাইকোর্ট। তারই ভেতর সিট-এর একজন সদস্য ধরমবীর সিং স্বেচ্ছাবসরের জন্য আবেদন জানান বলে উল্লেখ। ওই সিট সদস্য সুপার পদমর্যাদার একজন আধিকাধিক বলে সূত্রের খবর। সিবিআই আদালতে, বিষয়টি সম্পর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে নির্দেশ দেন। সিবিআই আদালতে জানান, ‘আদালত এই সিট গঠন করেছে,তাই আদালতের অনুমতি ছাড়া আবেদনে সাড়া দেওয়া সম্ভব নয়’। সিবিআই-এর এই মন্তব্যের পরেই বিচারপতি ওই নির্দেশ দেন বলে উল্লেখ।
