



সিজিও কমপ্লেক্সে চত্বরে পুলিশী তৎপরতা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডি’র ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন অভিষেক? আজ বুধবার I.N.D.I.A. -এর বৈঠক। নাকি সেই বৈঠকে উপস্থিত হবেন অভিষেক? সূত্রের খবর, আজ অভিষেকের I.N.D.I.A- এর বৈঠকে যোগদান করার সম্ভবনা খুব। অন্যদিকে সিজিও কমপ্লেক্স চত্বরে পুলিশী তৎপরতা চোখে পড়ে। তাঁর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনেও লক্ষ্য করা যায় অন্যান্য দিনের থেকে বেশি পুলিশী তৎপরতা। বিশেষ সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় সমন এড়াবেন না অভিষেক। হাজিরা দেবেন।অন্যদিকে, কোর্টের মৌখিক রক্ষাকবচ অভিষেকের কাছে। কোর্টে ইডি জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না, জিজ্ঞাসাবাদ করা হবে।
-ফাইল চিত্র
