



রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে জাতীয় নির্বচান কমিশনের দুই প্রতিনিধি। সূত্রের খবর, ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাধ ও ধর্মেন্দ্র শর্মা লোকসভা ভোটের আগে রাজ্যের লোকসভা নির্বাচন প্রস্তুতি ক্ষতিয়ে দেখবেন তাঁরা। এবং রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গেও বৈঠক করবেন। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক। বৈঠকে খতিয়ে দেখা হবে জেলাগুলির আইনশৃঙ্খলা বিষয়ক রিপোর্ট। পরিচয় পত্র, ইভিএম, ভোটার তালিকা প্রস্তুত, ভোটার তালিকা সংশোধন প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে বিশেষ সূত্রে খবর।
ছবি : প্রতীকী
