Sasraya News

West Bengal News : মহুয়ার ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে বিস্ফোরক মন্তব্য দিলীপ

Listen

মহুয়ার ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে বিস্ফোরক মন্তব্য দিলীপ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-এর (Tmc MP Mahuya Moitra) বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে (Cash for question Issue) তোলপাড় হয়ে ওঠে দেশের রাজনীতি।কৃষ্ণনগরের সাংসদের (MP, Krishnanagar) বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh) বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের অভিযুক্ত এমপি’র বিরুদ্ধে। দিলীপ বলেন, ‘দেশের সুরক্ষার বিনিময়ে উপহার নিয়েছেন মহুয়া।’ তার পাপের ঘড়া ভরে গেছে। সিবিআই তদন্ত হচ্ছে। এর পরেই বিজেপি নেতা বলেন, ‘মহুয়া মৈত্র-এর সাংসদপদও খারিজ হতে পারে।’ 

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read