Sasraya News

Friday, March 28, 2025

West Bengal news : বিকেল ৫ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন নুসরাত

Listen

বিকেল ৫ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন নুসরাত 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডির টানা জেরার কবল থেকে বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরাত জাহান। বেরিয়েই তিনি বাড়ির কাছে একটি মন্দিরে পুজো দেন। সাংবাদিকরা ইডি জেরা প্রসঙ্গে জিজ্ঞেস করলে নুসরাত বলেন, “সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। সবরকম ভাবে সহযোগিতা করেছি। আবার যদি প্রয়োজন পড়ে, আবার যদি ডাকেন, আবারও যাব। সব নথি দিয়ে দিয়েছি।” মন্দিরে প্রসাদও বিলি করেন বসিরহাটের সাংসদ। এদিনের পুজো প্রসঙ্গে নুসরাতকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন, ”আমি প্রতি মঙ্গলবারেই মন্দিরে আসি। আজকের পর যদি আবার সামনের মঙ্গলবারে আসেন, তখনও আমাকে এখানেই পাবেন।” উল্লেখ্য, ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি’র ডাকে সাড়া দিয়ে তিনি  নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন বলে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment