



ডেঙ্গী প্রাণ কাড়ল তরুণীর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডেঙ্গী আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক তরুণী। সূত্রের খবর, তাঁর বাড়ি বাঘাযতীন এলাকায়। উল্লেখ্য, তিনি ২৬ আগস্ট পুত্র সন্তান প্রসব করেন। সেই সপ্তাহেই ডেঙ্গী আক্রান্ত হন। মৃতার নাম পায়েল নন্দী (৩৩)। তাঁর বাড়ি বাঘাযতীনে। ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন পায়েল। ঠিক তাঁর তিন দিন পরে তাঁর ডেঙ্গী ধরা পড়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে ওঁর চিকিৎসা চলছিল বলে খবর। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে পায়েল ভেন্টিলেশনে ছিলেন বলে উল্লেখ। হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশনেই তিনি প্রাণত্যাগ করেন।
ছবি : প্রতীকী
