



সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : জলাশয় বোজানোর অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয় মানুষের অভিযোগ যে, সুধীর দাস নামে এক ব্যবসায়ী জলাশয় বুজিয়ে ধানের পারন তৈরি করছিলেন। তাঁর বাড়ি সাতগাছিয়ার শাসপুরে। ঘটনার খবর পেয়ে কালনা ২ ব্লকের ভূমি ও ভূমি-সংস্কার দফতরের আধিকারিকরা পৌঁছন। পৌঁছন পুলিশও। তাঁরা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জমির মালিক তথা ব্যবসায়ীর পক্ষে বলা, ‘দলিলে জায়গাটি বাগান বলে উল্লেখ আছে। জলাশয়ের উল্লেখ নেই। তাই জলাশয় ভরাট করা হচ্ছে।’
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Purbasthali : আক্রান্ত যুব নেতা
