



ওয়াক আউট বিজেপি বিধায়কদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকালকের পরে ফের আজও বিধানসভায় (West Bengal Assembly) হট্টগোল। ওয়াক আউট করলেন বিজেপির (BJP MLA’s) বিধায়করা। তৃণমূল কংগ্রেসের (TMC MLA) এমএলএ তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জেলে। এমতাবস্থাতেও তিনি কেন মন্ত্রীসভার সদস্য? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) প্রশ্ন তোলেন। বিধানসভার অধ্যক্ষের (Speeker of West Assembly) পক্ষে এই পয়েন্ট অফ অর্ডার মানা হয়নি বলে উল্লেখ। তার প্রতিবাদে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা (BJP MLA’s)।
আরও পড়ুন : নৌকোয় চার-চাকা গাড়ি তুলতে গিয়ে বিপত্তি, হত স্বামী-স্ত্রী, বাঁচল শিশুটি
প্রসঙ্গত গতকাল, ধর্মতলায় (Dharmatola Meeting) বিজেপির সভায়, বক্তৃতা দেওয়ার সময় চোর স্লোগান তোলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari, Opposition Leader of West Bengal Assembly) ওই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও (Central Minister Amit Shah) তিনিও তাঁর বক্তব্যে রাজ্য সরকারকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আক্রমণ শানান বলে উল্লেখ। অন্যদিকে, ধর্মতলার সভা নিয়ে উচ্ছ্বসিত রাজ্য বিজেপি।
-ফাইল চিত্র
