Sasraya News

Friday, March 28, 2025

West Bengal : রাজ্য মন্ত্রী সভায় বেশ কিছু পরিবর্তন

Listen

রাজ্য মন্ত্রী সভায় বেশ কিছু পরিবর্তন

সাশ্রয় নিউজ ★কলকাতা : রাজ্য মন্ত্রীসভায় বেশ কিছু পরিবর্তন হল। বাবুল সুপ্রিয়র পর্যটন দপ্তর গেল ইন্দ্রনীল সেন-এর হাতে। জ্যোতিপ্রিয় মল্লিক-এর কাঁধে শিল্প পুনর্গঠনের দায়িত্বও বর্তাল। এর আগে তিনি বন দফতর সামলাতেন। অরূপ রায় পেলেন খাদ্য প্ক্রিয়াকরণ দফতর। তাঁর থেকে হাতছাড়া হল সমবায় দফতর। গোলাম রাব্বানীকে সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে ছেঁটে ফেলা হয়। মুখ্যমন্ত্রী নিজে ওই দফতর দেখবেন বলে উল্লেখ। পাশাপাশি এই দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেন তাজমুল হোসেন। উদ্যান পালনের দায়িত্বে নিয়ে আসা হল গোলাম রাব্বানীকে। রাজ্যের মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীসভার রদবলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ। রাজ্যের কাজের গতি আরও বৃদ্ধি করতেই রাজ্যের মন্ত্রী সভায় রদবদল বলে বিশেষ সূত্রে খবর।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment