



ভারত সেরা পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কিরীটেশ্বরী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভারত সেরা গ্রাম হিসেবে স্বীকৃতি মিলল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। কেন্দ্রীয় পর্যটন দপ্তর মুর্শিদাবাদ জেলার লালবাগের ভাগীরথী পেরিয়ে কিছুটা গেলেই কিরীটেশ্বরী মন্দির। লোকশ্রুতি অনুযায়ী এইখানেই দেবীর মুকুট পড়ে। লালগোলার রাজা দর্পনারায়ণ রায় একটি মন্দির তৈরি করেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা এই মন্দির নির্মাণের জন্য জমি দান করে সম্প্রীতির নজির গড়েন। দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমে এই মন্দিরকে ঘিরে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্রগুলির ভেতর একটি কিরীটেশ্বরী মন্দির। কেন্দ্রীয় পর্যটন দপ্তর মুর্শিদাবাদের কিরীটেশ্বরীকে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে বিদেশ সফরে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রাকাশ করেছেন তাঁর এক্স-হ্যান্ডেলে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!’’ কিরীটেশ্বরীর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুর্শিদাবাদ জেলার মানুষজনও।
ছবি : সংগৃহীত
