



ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে মৈপিঠ কোস্টাল তৃণমূল ও বিজেপি সংঘর্ষ
সাশ্রয় নিউজ ★ কুলতলি : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে মৈপিঠ কোস্টাল তৃণমূল ও বিজেপি সংঘর্ষ। গুড়গুড়িয়া ভূবণেশ্বরীতে বৈঠক থেকে বেরনোর সময় বিজেপি কর্মীদের মার ধরের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বুথ কমিটির সভা থেকে বেরুচ্ছিলেন বিজেপি কর্মীরা। এমন সময় অতর্কিত হামলা হয়। হামলায় আহত ৬ জন বিজেপি কর্মী ও সমর্থক বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন, ‘দু’জন মহিলা ও তিনজন কর্মীকে মারধর করে বিজেপি।’ স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য হামলা শাসক দলের নেতা কর্মীরাই করেছে বলে উল্লেখ। ঘটনাস্থলে মৈপীঠ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে পুলিশ সূত্রে খবর।
