Sasraya News

Friday, March 28, 2025

West Bengal : ডেঙ্গী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Listen

ডেঙ্গী নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে ডেঙ্গী আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গীর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রুগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে আজ শনিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আদিকারিকরা। সূত্র মারফৎ খবর যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত সকলকে ফোনে ডেঙ্গী নিয়ে কড়া নির্দেশ দেন। সুত্র মারফত জানা যায় যে মুখ্যমন্ত্রী বলেন,  ‘ডেঙ্গি মোকাবিলায় প্রয়োজনে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, আজকের বৈঠকে ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment