



একদিকে বৈঠক, অন্যদিকে চাকরি প্রার্থীদের মিছিল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ও স্কুল সার্ভিস কমিশন ( SSC) মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে রাজ্যের বেকার যুবক যুবতিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যোগ্য প্রার্থীরা।
জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাই কোর্টে নির্দেশ দিয়েছিলেন, বে-আইনি ভুঁয়ো নিয়োগ চিহ্নিত করার জন্যে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ মতো, আজ পর্ষদ কর্তারা বৈঠকে বসেছিলেন। জানা যায় প্রাথমিক ও স্কুল সার্ভিসে বে-আইনি নিয়োগ মামলায় তদন্তকারী সংস্থার হাতে অজস্র জাল নথি উঠে এসেছে।
আজকের বৈঠকে হাজির ছিলেন মামলার আইনজীবীরা সহ পর্ষদের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। এই বৈঠককে অতি জরুরি বৈঠক হিসেবে দেখছেন শিক্ষিতমহল।
উল্টো দিকে, আজ সকালে চাকরি প্রার্থীরা কলকাতার সল্টলেক করুণাময়ী থেকে এ.পি.সি. ভবন পর্যন্ত মিছিল করেছেন। তাঁরা সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষায় প্রচুর পরিমানে দূর্ণীতি হয়েছে। এই মিছিল থেকে চাকরিপ্রার্থীরা আওয়াজ তুলেছেন, অবৈধ ভাবে চাকরি যারা পেয়েছেন তাদের অবিলম্বে চাকরি থেকে সরিয়ে দেওয়া হোক। তাঁদের একটি প্রতিনিধি দল পর্ষদ অফিসে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পালকে সমস্ত চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া উল্লেখ করে একটি চিঠি দিয়েছেন বলে খবর।
