Sasraya News

Friday, March 28, 2025

Weather Update : ভারী বৃষ্টির পূর্বাভাস

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। আগামী সোমবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বৃষ্টির সতর্কতা কালিম্পং ও দার্জিলিংয়েও। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা যথাক্রমে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভবনা ৭-১১ সেন্টিমিটার। শনিবার বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনার কথা জানা যায় হাওয়া অফিস সূত্রে। উল্লিখিত জেলাগুলির জন্য হলুদ সতর্কতা হাওয়া অফিসের। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে সোমবার থেকে। তবে হাওয়া অফিস থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনও সতর্কতা আবহাওয়া দফতর জারি না করলেও উল্লেখ যে, বাকি জেলাগুলিতেও মাঝারি ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। সমুদ্র উত্তাল থাকবে বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st September 2024, Issue 31 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১ সেপ্টেম্বর ২০২৪, সংখ্যা ৩১

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment