



ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভাইফোঁটা (Bhtridwitiya) থেকে বৃষ্টির পূর্বাভাস হাওয়া (Weather office) অফিসের। সোমবার আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, ভাইফোঁটার দিন অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) নয়টি জেলায়। বঙ্গোপসাগরে (Bangapasagr) নিম্নচাপের জেরেই বৃষ্টির(Rain) ভ্রূকুটি বলে উল্লেখ। বঙ্গে আগামী বুধবার ভাইফোঁটা উৎসব। রবিবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী (Jagadhwatri Puja) বাংলার এই উৎসব ঘিরে আবেগ জড়িয়ে আছে মানুষের। তার ভেতর আবহাওয়ার (Weather) খামখেয়ালিপণার পূর্বাভাস কপালে ভাঁজ বাঙালির। হাওয়া অফিস সূত্রে খবর, বুধাবার কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদীয়া ও পূর্ব বর্ধমান। তবে হাওয়া অফিস সূত্রে আরও খবর, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
ছবি : প্রতীকী
