



বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামীকাল থেকে বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে বলে খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা।
আগামীকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও জেলাগুলিতে। উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা জেলায় বৃষ্টি অন্যান্য জেলার থেকে বেশি হতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দফতর থেকে।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপের দিকে রূপান্তরিত হবে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থান করতে পারে। এর প্রত্যক্ষ প্রভাব রাজ্যে না পড়লেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির দিনগুলির ছাড়া তাপমাত্রা হেরফের হবার খুব একটা সম্ভাবনা নেই বলেই আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর।
ছবি : প্রতীকী
