



পিনাকী চৌধুরী ★ কলকাতা : রাজ্যে আবহাওয়ার (Weather) বিশেষ পরিবর্তন নেই এই ক’য়েক দিনে। গত ক’য়েকদিনের তুমুল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বস্তুতঃ শহরের বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন। এবার আ’রেকটি নতুন নিম্নচাপের খবর হাওয়া অফিস সূত্রে। হাওয়া অফিস সূত্রে খবর যে, বৃহস্পতিবার ২৯ আগষ্ট উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার সাময়িক বিরতি।

আর শনিবার রবিবার তুমুল বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। নতুন নিম্নচাপটি বৃহস্পতিবার সৃষ্টি হয়ে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আর তার জেরে শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতায়। এমনকি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ। পুজোর আর খুব বেশি দেরি নেই। এইরকম ঘন ঘন নিম্নচাপের প্রভাবে বর্ষার ঝোড়ো ইনিংসে পুজো উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এই সমহ নিম্নচাপের ফলে মণ্ডপ নির্মাণের কাজে বড় ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই।
ছবি : প্রতীকী
আরও খবর : Dakshin Dinajpur : বনধকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ
