Sasraya News

weather update : দক্ষিণবঙ্গে টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখায় ঘনঘটা

Listen

 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দক্ষিণবঙ্গজুড়ে আবারও বর্ষার রুদ্ররূপ। মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের যুগলবন্দিতে রাজ্যে টানা চার দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে মেঘে ঢাকা কলকাতার (Kolkata) আকাশ। মাঝে মাঝেই হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি। তবে দফতর জানিয়েছে, এ তো সবে শুরু, আসল দুর্যোগ এখনও বাকি।

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough Line) বিস্তৃত রয়েছে বিকানের (Bikaner), জয়পুর (Jaipur), আসানসোল (Asansol), কলকাতা হয়ে বঙ্গোপসাগর (Bay of Bengal) পর্যন্ত। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) উত্তরভাগে একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি উচ্চ অক্ষরেখা যা গুজরাত (Gujarat) থেকে ছত্তীসগঢ় (Chhattisgarh), ঝাড়খণ্ড (Jharkhand) হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই দুই অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত একত্রিত হয়ে রাজ্যে সক্রিয় করেছে বর্ষার বাতাস। যার ফলে আগামী চার দিন ধরে রাজ্যের একাধিক জেলায় নামতে পারে টানা ঝেঁপে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Bardhaman), হুগলি (Hooghly) এবং নদিয়া (Nadia) জেলায়। পাশাপাশি পশ্চিম বর্ধমান (West Bardhaman), পুরুলিয়া (Purulia), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) ও দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুর্যোগ আরও বাড়তে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে হতে পারে অতি ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

সোমবার বর্ষার দাপটে ভিজতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত হলেও, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে শহরের বিভিন্ন এলাকায়। বিশেষ করে দুপুরের পর আকাশ বেশি মেঘলা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Bandopadhyay) জানিয়েছেন, “এই দুটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত একসঙ্গে কাজ করছে বলেই দক্ষিণবঙ্গে এই টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় যদিও এখনই দুর্যোগ তেমন নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং হালকা বৃষ্টি থাকবেই।”

উত্তরবঙ্গে শুক্রবার দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) এবং মালদহ (Malda) জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার সেখানে বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে বুধবার পর্যন্ত আবারও দুর্যোগময় পরিস্থিতি ফিরে আসতে পারে।উল্লেখ্য, আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতায় রীতিমতো সতর্ক রাজ্য প্রশাসন। জেলাগুলিকে আগেভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল-কলেজেও প্রয়োজনে ছুটি ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।এদিকে কৃষিজীবী সমাজ এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। বর্ধমানের কৃষক রামচন্দ্র মাঝি (Ramchandra Majhi) বলছেন, “আমরা আমন চাষ শুরু করেছি। এই সময় যদি ভালো বৃষ্টি হয়, তবে চাষ ভালো হবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ক্ষেত তলিয়ে যাওয়ার ভয়ও রয়েছে।”

রাজ্যবাসীর উদ্দেশ্যে আবহাওয়া দফতর বার্তা দিয়েছে, আগামী চার-পাঁচ দিন পথেঘাটে বেরনোর পরিকল্পনা করার আগে আবহাওয়ার আপডেট দেখে তবেই বেরনো উচিত।

বর্ষা তার নিজের ছন্দে ফিরে এসেছে বঙ্গের বুকে। প্রকৃতির এই রূপ যেমন একদিকে কৃষকের মুখে হাসি ফোটায়, অন্যদিকে বৃষ্টি নিয়ে শহরের নাগরিক জীবনে এনে দেয় অস্বস্তি ও আশঙ্কা। তবে আবহাওয়াবিদদের মতে, এটি একেবারে মৌসুমি স্বাভাবিকতা। আর এই বর্ষা যে সহজে থামবে না, সে ইঙ্গিত প্রকৃতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।

 

আরও পড়ুন : Ministry for Micro, Small & Medium Enterprises (MSME) Pavilion: showcased “Green MSMEs”

ছবি: প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read