Sasraya News

Wednesday, June 18, 2025

Weather update : কালীপুজোতে ঘুর্ণিঝড়ের সংকেত, জানিয়েছেন আবহাওয়াবিদরা

Listen

কালীপুজোতে ঘুর্ণিঝড়ের সংকেত, জানিয়েছেন আবহাওয়াবিদরা

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বঙ্গোপসাগরে ক্রমশ ঘনিভূত হয়ে উঠেছে নিম্নচাপ। শনিবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে খবর। আবহাওয়াবিদরা ২২ তারিখ পর্যন্ত আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও ২৩ তারিখ উপকূলবর্তী জেলাগুতি আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, হাল্কা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। কলকাতা  দুই চব্বিশ পরগণায় বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। বাঙালির কালীপুজোর আনন্দকে মাঠে মারতে বঙ্গোপসাগরের নিম্নচাপ কোন দিকে অভিমুখ নেয়, তা-ই দেখার। উল্টো দিকে ২৪ তারিখের পর থেকে ঘুর্ণিঝড় কোন দিকে অভিমুখ হয় তা বোঝা যাবে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment