



সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : বাংলায় নিম্নচাপ সরে গেলেও স্বস্তি নেই মানুষের। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের (Cyclonic Circulation) প্রভাবে এই সপ্তাহেও রাজ্য জুড়ে বজায় থাকবে ঝড়বৃষ্টি। ফলে নতুন করে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে একাধিক জেলায়। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপ এখন ঝাড়খণ্ড (Jharkhand) অতিক্রম করেছে। তবে এর সংলগ্ন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর–পশ্চিম দিকে সরে গিয়ে ঝাড়খণ্ডের উপরেই অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) বিস্তৃত রয়েছে শ্রীগঙ্গানগর (Sri Ganganagar), রোহতক (Rohtak), কানপুর (Kanpur), বারাণসী (Varanasi), ঝাড়খণ্ড, দিঘা (Digha) হয়ে দক্ষিণ–পূর্ব দিকে। এর জেরে আগামী ক’য়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার (Monday) পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বুধবার (Wednesday) দক্ষিণের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ওই দিন বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (Thursday) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পুরুলিয়া (Purulia), পশ্চিম বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum) জেলায়। এইসব জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, শুক্রবার (Friday) ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা (North & South 24 Parganas) ও দুই বর্ধমান (East & West Bardhaman) জেলায়। সেখানেও হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার (Saturday) এই চার জেলার পাশাপাশি হাওড়া (Howrah) ও বীরভূমেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের (Fishermen) জন্যও জারি হয়েছে নির্দেশ। বুধবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে উল্লেখ।
এদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতিও একইরকম। সোমবার পর্যন্ত আট জেলাতেই বজায় থাকবে বৃষ্টি। বিশেষ করে বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ারে (Alipurduar) ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এছাড়াও বাকি জেলাতেও চলবে বৃষ্টি।শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, ‘মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ, দুই জায়গাতেই বৃষ্টি চলবে। কোথাও কোথাও জল জমার আশঙ্কা তৈরি হতে পারে। সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে।’ প্রতিদিনের এই আবহাওয়ার বদলের ফলে রোজকার জীবনযাত্রা ও কৃষিকাজে প্রভাব পড়ছে। বিশেষত, দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় চাষিরা নতুন করে চিন্তায় পড়েছেন। কলকাতার (Kolkata) বিভিন্ন রাস্তাঘাট ইতিমধ্যেই জলমগ্ন। সাধারণ মানুষ আশঙ্কা করছেন, সপ্তাহের শেষে বৃষ্টি আরও বাড়লে সমস্যাও বাড়তে পারে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রতিটি জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster Management Department) তরফেও রাখা হচ্ছে নজর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বলা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি বিদ্যুৎ দফতর, পুরসভা, পঞ্চায়েতকে ব্যবস্থা রাখতে বলা হয়েছে যেকোনও জরুরি পরিস্থিতির জন্য। উল্লেখ্য, নিম্নচাপ সরে গেলেও স্বস্তি যে নেই, তা ফের স্পষ্ট করে দিল হাওয়া অফিসের রিপোর্ট। ফলে চলতি সপ্তাহেও ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
ছবি: সংগৃহীত ও প্রতীকী ছবি
আরও পড়ুন : Shilpa Shetty : পঞ্চাশেও ‘অষ্টাদশী’! জন্মদিনে ফিটনেস সিক্রেট ফাঁস করলেন শিল্পা শেট্টি
