Sasraya News

Saturday, February 15, 2025

Weather Report : সপ্তাহ শেষে তাপপ্রবাহের সতর্কতা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দিন ক’য়েক আগে বঙ্গে তাপপ্রবাহ ঝোড়ো ইনিংস খেলেছে। মাঝে সামান্য বৃষ্টিপাত বঙ্গবাসীর দেহে-মনে স্বস্তি আনলেও, আদ্রতা জনিত অস্বস্তি ফের ফিরেছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শনিবার ও রবিবার তাপপ্রবাহ চলতে পারে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও অস্বস্তি ও গরম দুই-ই থাকতে পারে। হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, আগামী ক’য়েক দিনে স্বভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আশার কথা, রাজ্যে বৃষ্টি হতে পারে সোমবার ও মঙ্গলবার। হাওয়া অফিসের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। -প্রতীকী চিত্র 

আরও খবর : BCCI : রাহুল দ্রাবিড়-এর উত্তরসূরীর খোঁজে বিসিসিআই

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment