



সাশ্রয় নিউজ ★ কলকাতা : গ্রীষ্মের দহন জ্বালা থেকে কিছুটা রেহাই মেলে সোমবার। কলকাতা সহ রাজ্যের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি মেলে। একই সঙ্গে আলিপুর হাওয়া অফিস স্পষ্ট করে জানিয়ে দেয় যে, তাপপ্রবাহ কিছুদিন পর্যন্ত চলবে রাজ্যে।

তবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গতেও হতে পারে ঝড় ও বৃষ্টি। সেখানে ঝড় বৃষ্টির প্রবণতার সম্ভাবনা বেশি বলে মনে করে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় ও বৃষ্টি হতে পারে বলে উল্লেখ। দিনের থেকে রাতের আবহাওয়া কিছুটা স্বস্তি দিতে পারে রাজ্যবাসীদের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের এই রকম আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে চলতি সপ্তাহের বৃহস্পতিবার অবধি।

মঙ্গলবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা (সকালে ছিল) ২৩.৫। স্বাভাবিকের থেকে যা ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টাতে কলকাতায় বৃষ্টি হয় ৮.২ মিলিমিটার। মঙ্গলবার বিকেলের দিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর। একইসঙ্গে দুপুর বা বিকেলের পরবর্তী সময়ে ঝড়বৃষ্টির সম্ভবনা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : IPL 2025 : ১৭ মে থেকে ফের শুরু IPL
