Sasraya News

Saturday, February 15, 2025

Weather : সোমবারও বৃষ্টি রাজ্যে

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস সূত্রে উল্লেখ, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় কিছু অংশে। অতি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগণা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা। তবে রাজ্যের সব জায়গায় বৃষ্টি হবে না বলেই উল্লেখ হাওয়া অফিস সূত্রের। আরও খবর যে, দক্ষিণ বাংলাদেশ ও পাশ্ববর্তীতে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ ধাবমান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা ঝাড়খণ্ডের ওপর। সমুদ্র উত্তাল হয়ে আছে। হাওয়া অফিস সূত্র জানায়, সমুদ্রের দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৫৫ কিলোমিটার ঘন্টায়। সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ আলিপুর আবহাওয়া দফতর সূত্রের।

-প্রতীকী চিত্র 

আরও পড়ুন : Shikhar Dhawan : ধাওয়ানের উদ্দেশ্যে একদা সতীর্থদের মনখারাপ করা পোস্ট

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment