



রাজ্যে শীতের ব্যাটিং শুরু
সৌমিক দাস, সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে শীতের (Winter) ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। কলকাতায় (Kolkata) পারদ অনেকটাই নেমে গিয়েছে। পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও একই অবস্থা। সোমবার কলকাতায় পারদ নেমেছে স্বাভাবিকের থেকে নিচে। হাওয়া অফিস সূত্রে খবর, এই মরশুমে সোমবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল। ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন হয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, সোমবার কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না। প্রসঙ্গত, এই তাপমাত্রাও স্বাভাবিকের থেকেও ৩ ডিগ্রি সেলসিয়াস কম। উল্লেখ্য, ঘুর্ণি ঝড়, নিম্নচাপের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে বিলম্ব হয়। ফতল, রাজ্যবাসী ডিসেম্বরে শীতের আমেজ অনুভব করতে পারেননি। হাওয়া অফিস সূত্র জানাচ্ছে, আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্যে প্রবেশ করেছে উত্তুরে হাওয়া।
ছবি : প্রতীকী
