Sasraya News

Saturday, February 8, 2025

WBBSE Class 10 Result 2024 : প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WBBSE Class 10 Result 2024)। এ বছর ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তার ভেতর উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর প্রথম স্থান অধিকার করেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। শতাংশের হারে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯। মোট ৬৯৩ পেয়েছে চন্দ্রচূড়। দ্বিতীয় স্থান পেয়েছেন সাম্যপ্রিয় গুরু। সাম্যপ্রিয় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র। শতাংশের হারে তাঁর নম্বর ৯৮.৮৬। মোট প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছে বীরভূমের পুষ্পিতা বাঁসুরী (ইলামবাজার, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল), দক্ষিণ চব্বিশ পরগণা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষার্থী নৈঋতা পাল ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের শিক্ষার্থী উদয়ন প্রসাদ তৃতীয় স্থান অধিকার করেছে। তাঁরা ৬৯১ নম্বর পেয়েছেন। প্রসঙ্গত প্রথম দশে রয়েছেন ৫৭ জন ছাত্র-ছাত্রী। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Trinamool removes Kunal Ghosh from party’s General Secretary post : কুণালের ডানা ছাঁটল তৃণমূল কংগ্রেস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment