



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কেরালার ওয়েনাড়ে ধসের (Wayanad Landslide)। কবলে প্রাণ গিয়েছে বেশ অনেকগুলি। মিলিয়ে গিয়েছে চারটি গ্রাম। ক্রমশঃ ছন্দে ফিরলেও আতঙ্ক কাটেনি বিধ্বস্তদের। তেমনি ১০০ জনকে বাঁচিয়েছিলেন প্রজিশ। ধসই কেড়ে নিয়েছে প্রজিশের প্রাণ। এখন ওয়েনাড়ের চূড়ালমালায় মানুষের কাছে ১০০ প্রাণদাতা প্রজিশ ঈশ্বর হয়ে উঠেছেন। যদিও তাঁর প্রাণ চলে গিয়েছে ধসের কবলেই।
জানা যায় যে, একটি রিসর্টে শেফের কাজ করতেন প্রজিশ। সেন্টরক এস্টেটে থাকতেন ওই বছর ছত্রিশের যুবক। লিজ নিয়ে চাষাবাদেও মন ছিল তাঁর। সেখানে এলাচের চাষ করতেন। চা বাগান ছিল।
কী হয়েছিল সেদিন? শুনে মনে হবে যেন কোনও সিনেমার মনখারাপ করা ক্লাইমেক্স! একজন প্রোটাগনিস্ট এগিয়ে যাচ্ছেন বিপদে। প্রজিশও তেমনি একজন প্রোটাগনিস্ট হয়ে উঠেছেন ইতিমধ্যেই। সূত্রের খবর, শ্রমিকরা আটকে যান ধসে। তাঁদের জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন প্রজিশ। প্রাণ বাঁচান ১০০ জন শ্রমিকের। আটকে ছিল আরও ছ’জন। তাঁদের উদ্ধার করতে যান। ওই সময়ে আরও একটি ধস নামে, প্রাণ হারান প্রজিশ।
প্রজিশের সহকর্মীর এম জিতুর কথায়, প্রজিশের সহ কর্মীর কথায়, “প্রজিশ কখনও নিজের জন্য ভাবেনি। জীবনের তোয়াক্কা করেনি। ধস নামতেই সকলকে সতর্ক করেছিল ও। প্রজিশেরই তৎপরতায় ১০০ জনের জীবন বেঁচে গিয়েছে। কিন্তু শেষে নিজেই বেঁচে ফিরল না!” আরেকজন চা বাগান শ্রমিক জানান যে, ”সকলকেই সতর্ক থাকতে বলেছিলেন। প্রজিশের আশঙ্কাই শেষমেশ সত্যি হয়েছিল।”
ছবি : সংগৃহীত
আরও খবর : West Bengal Weather Update : মঙ্গলেও বৃষ্টি রাজ্যে, সতর্কতা জারি হাওয়া অফিসের
