Sasraya News

Friday, March 28, 2025

Heat Wave : তাপপ্রবাহে নাভিশ্বাস বঙ্গবাসীর, তবে বৃষ্টির আশ্বাস

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : তাপুপ্রবাহে (Heat Wave) নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। বাড়ছে গরমের অস্বস্তি। ল্যু-এর তীব্রতায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিশু, বয়স্ক ও অসুস্থদের কষ্টকর অবস্থার ভেতর দিয়ে যেতে হচ্ছে বলে উল্লেখ। গত সোমবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৭ ডিগ্রী সেলসিয়াস, বলে উল্লেখ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। হাওয়া অফিস সূত্রে আরও খবর যে, আরও তিনদিন অতি তাপপ্রবাহের সতর্কতা। তবে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাসও জানানো হয় হাওয়া অফিস সূত্রে। চলতি সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তারফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা দুই চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ওই তিন জেলায় হালকা ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আশ্বাস বাণীর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সোম ও মঙ্গলবার বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে আলিপুর হাওয়া অফিস সূত্র জানায়। একই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আরও ক’য়েকদিন চলতে পারে তাপপ্রবাহ। দুই মেদিনীপুর, ঝাড়্গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা বার্তা। লু- বইতে পারে। আদ্রতাজনীত অস্বস্তি থাকতে পারে বলে উল্লেখ। উত্তরবঙ্গের খবর নিচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিজনীত সমস্যা অব্যাহত থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে বলে খবর। ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Sasraya News, Literature Special, April 28, 2024।। সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল।। এপ্রিল ২৮, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment