Sasraya News

Thursday, February 13, 2025

Viswa Bharati : আটটি ডাক টিকিট প্রকাশ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বোলপুর : আটটি ডাক টিকিট প্রকাশ। শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ স্বীকৃতির সম্মান জানাল ভারত সরকার। ভারত সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে ৮টি ডাক টিকিট প্রকাশিত হয় সোমবার। শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের ভেতর প্রকাশিত হয় ডাক টিকিটগুলি। উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল কলকাতা আঞ্চলিকের অশোক কুমার, অধ্যাপক অমর পাল, শান্তিনিকেতনের হেরিটেজ কমিটির সমন্বয়কারী অধ্যাধিকার সাথী গঙ্গোপাধ্যায় প্রমুখ। এছাড়াও সঙ্গীত ভবন, পাঠভবনের শিক্ষার্থীদের পাশাপাশি ডাক বিভাগের অনেকেই উপস্থিত ছিলেন বলে উল্লেখ। 

ছবি : সংগৃহীত 

আরও খবর : Manu Bhaker-Niraj Chopra : ‘মনুর মা কিন্তু নীরজকে সন্তানের মতোই দেখে’ : কিষাণ ভাকের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment