



সাশ্রয় নিউজ ★ কলকাতা : টেস্ট ক্রিকেট থেকে ‘বিরাট’ অধ্যায় থামল। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বখ্যাত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli announces retirement from Test cricket)। রোহিত শর্মা টেস্ট (Rohit Sharma) ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পরেই বিশেষ সূত্রে খবর পাওয়া যায় যে, টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বিরাট (Virat Kohli)। সেই খবর মানসিকভাবে আহত করে কোহলি সমর্থকদের। ভারতের সাম্প্রতিককালের কিংবদন্তী ক্রিকেটার যাতে অবসর সিদ্ধান্ত সম্পর্কে পুনঃবিবেচনা করেন, বোর্ড কর্তারা তাঁর সঙ্গে এবিষয়ে কথাও বলেন বলে সূত্রের খবর। তবে বিরাট কোহলি (Virat Kohli) তাঁর অবসরের সিদ্ধান্তে যে অটল সেটা বুঝিয়ে দিলেন সোমবার অবসর ঘোষণা করে।

বিরাট কোহলি সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তাঁর অবসরের সিদ্ধান্ত সকলের সামনে নিয়ে আসেন। ওই পোস্টে কিংবদন্তী ক্রিকেটার লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’ ১৪ বছরের সম্পর্ক থেকে বেরনোর সময় কিছুটা কী তিনি আবেগপ্রবণ! যেটা খুব স্বাভাবিক। কোহলি আরও লেখেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’

এক নজরে বিরাট কোহলির দেশের হয়ে টেস্ট কেরিয়ার
👉টেস্ট ক্রিকেটে মোট রান : ৯২৩০
👉রানের গড় : ৪৬.৮৫
👉মোট টেস্ট : ১২৩টি
👉টেস্টে সর্বোচ্চ রান : ২৫৪ (অপরাজিত)। সাল ২০১৯। পুণেতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
👉মোট টেস্ট সেঞ্চুরি : ৩০ টি।
👉মোট হাফ সেঞ্চুরি : ৩১টি।

উল্লেখ্য যে, গত অস্ট্রেলিয়া সফরে একটি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তারপরে সেভাবে রান পাননি। সঙ্গ দেয়নি টেস্ট ফর্ম। ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ এক্ষুণি লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেন, চাননি তাঁর অগুনতি দেশ-বিদেশের সমর্থকেরা। কিন্তু, তাঁর এই ‘বিরাট’ সিদ্ধান্ত থেকে নড়াতে পারেনি বোর্ড ও প্রাক্তন ক্রিকেটাররাও বলেই ক্রিকেট বিশেষজ্ঞ মহলের মত।
সমস্ত ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma retires from test cricket : টেস্ট ক্রিকেটকে আলবিদা রোহিতের
