Sasraya News

Virat Kohli – Anushka Sharma : আইপিএল চাম্পিয়ন হওয়ার আনন্দেও ফিরে এল সেই চিরচেনা দৃশ্য : কোহলির চোখে জল, আশ্রয় শুধু অনুষ্কা

Listen

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আবেগ, চোখের জল, দীর্ঘ অপেক্ষার পর মিলেছে বহু কাঙ্ক্ষিত স্বপ্ন। ২০২৫ সালের আইপিএল ট্রফি জয়ের রাতে আবেগ ধরে রাখতে পারলেন না বিরাট কোহলি (Virat Kohli)। তবে এই দৃশ্য তাঁর ভক্তদের কাছে একেবারে নতুন নয়। বিরাটের আশ্রয় হিসেবে সবসময় যেমন ছিলেন, তেমনই ছিলেন এবারও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আইপিএল ট্রফি (IPL 2025 Champion) হাতে নিয়ে স্ত্রী অনুষ্কাকে জড়িয়ে ধরে আবেগে চোখের জলে ভেসে গেলেন কোহলি। আরেকবার প্রমাণ হয়ে গেল, বিরাটের জীবনের সমস্ত জয়, ব্যর্থতা, আনন্দ কিংবা কষ্ট সব কিছুর অংশীদার কেবল একজনই, অনুষ্কা।

আইপিএল ট্রফি হাতে বিরাট কোহলি ও স্ত্রী অনুষ্কা শর্মা। ছবি সংগৃহীত

১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যখন প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতে, তখন মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা। দল চাম্পিয়ন হওয়া পর কোহলি ছুটে যান স্ত্রী অনুষ্কার দিকে। গলায় ট্রফির ভার, চোখে জল, আর দুই হাতে অনুষ্কার কাঁধে আলত আশ্রয়। দৃশ্যটা যেন হাজার কথার চেয়েও বেশি কিছু বলে দেয়।

আইপিএল জয়ের আনন্দ চোখের জলে ভাগ করে নিলেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে। ছবি : সংগৃহীত

অনুষ্কা, বরাবরই বিরাটের সবচেয়ে বড় সমর্থক, আশ্রয়। এই আইপিএল মৌসুমেও ছিলেন কোহলির ছায়াসঙ্গী। বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাঁকে, কখনও কোহলির ব্যর্থতায় মুখ ভার, কখনও আবার ছয় মেরে ম্যাচ ঘোরানোয় উচ্ছ্বসিত করতালিতে। তবে চূড়ান্ত ম্যাচে জয়ের মুহূর্তে অনুষ্কার চোখেও দেখা যায় অশ্রু-জল।এ যেন শুধুই একজন স্ত্রীর নয়, একজন সহযাত্রীর, সবচেয়ে প্রিয়বন্ধুটির, আনন্দাশ্রু। বিগত কয়েক ক’য়েকবার ক্রিকেটের মাঠে কোহলির শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে নানা আলোচনা হয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই বলেছিলেন, কোহলির আগুন নিভে গেছে। কিন্তু ২০২৫ আইপিএলে নিজের পুরনো ফর্মে ফিরে এসে তিনি বুঝিয়ে দিলেন, এখনও তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভরসা। সেই প্রত্যাবর্তনের পেছনে যে নিরন্তর সহানুভূতি, স্থিরতা ও অনুপ্রেরণা প্রয়োজন ছিল, তা দিনের আলোয় স্পষ্ট হল ট্রফি জিতে তাঁর অনুষ্কার দিকে ছুটে যাওয়াতেই।

আইপিএল ২০২৫ চাম্পিয়ন হওয়ার পর কোহলির কান্নায় ভিজল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠ। ছবি : সংগৃহীত

কোহলি ও অনুষ্কার সম্পর্ক বরাবরই ছিল নজরকাড়া। গ্ল্যামার ও ক্রীড়াজগতের দুই তারকার প্রেম, বিবাহ, সন্তান জন্ম সব কিছুই বারবার শিরোনামে এসেছে। তবে তাঁদের সম্পর্কের গভীরতা বারবার প্রকাশ পেয়েছে এমন ছোট ছোট মুহূর্তেই। ২০১৯ বিশ্বকাপে কোহলির ব্যর্থতার পর অনুষ্কার একান্ত পাশে থাকা, বা সালে তাঁদের মেয়ের জন্মের সময় ক্রিকেট থেকে বিরাটের বিরতি নেওয়া প্রতিটি ঘটনাই এক গভীর বন্ধনের প্রমাণ। বিগত বছরগুলিতে অনুষ্কা নিজেও মায়ের ভূমিকায় নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে বিরাটের প্রত্যাবর্তনে তাঁর ভূমিকাকে যতই আড়ালে রাখা হোক, ক্রিকেটপ্রেমীরা জানেন, এই সাহসী ব্যাটসম্যানের আত্মবিশ্বাসের এক নির্ভরযোগ্য ভরকেন্দ্র অনুষ্কা শর্মা। ম্যাচের পর সংবাদমাধ্যমে কোহলি স্বীকারও করেন, “অনুষ্কা না থাকলে হয়ত আমি এতটা দূর আসতে পারতাম না। আমার সব কিছুতেই ওর ছায়া আছে।” উল্লেখ্য, ট্রফি জয়ের পর কোহলির চোখেমুখে ছিল ক্লান্তি, চোখে জল, তৃপ্তি ও গভীর প্রশান্তি। তিনি নিজের কেরিয়ারের শেষ পর্বে এসে আবার স্বপ্ন দেখালেন বেঙ্গালুরুকে। আইপিএলের মতো লম্বা সফরে নিজেকে নিঙড়ে দিয়ে শূন্য করে দিতে পারেন, তাঁর পাশে প্রয়োজন এমনই এক হৃদয়বান সঙ্গীর। যিনি কথায় নয়, অস্তিত্ব দিয়েই সঙ্গ দেন। অনুষ্কা শর্মা সেই একজন বিরাটের আত্মার অংশ। নিঃসন্দেহে অনন্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোহলি-অনুষ্কার সেই আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। লক্ষ লক্ষ ভক্ত সেখানে মন্তব্য করেছেন, “এটাই ভালবাসা।” অনেকেই লিখেছেন, “এই যুগল আমাদের শেখায় কেরিয়ার, সাফল্য, ব্যর্থতা সব কিছুর পেছনে একটি হৃদয় থাকা কতটা জরুরি।” প্রসঙ্গত, জীবন ও খেলাধুলার এই অনন্য সংমিশ্রণ একদম বিরল নয়। তবে কোহলি ও অনুষ্কার ক্ষেত্রে বিষয়টি যেন একটু বেশিই বাস্তব। আর তাই এত কাছের। মাঠে যেমন রানের পাহাড় গড়েন বিরাট, জীবনের যুদ্ধেও ঠিক তেমনই ভালবাসার ছায়া হয়ে পাশে থাকেন অনুষ্কা। আইপিএল ২০২৫-এর ট্রফি শুধু একটি দল বা একজন খেলোয়াড়ের জয়ের প্রতীক নয়, এটি সেই ভালবাসারও জয়। সময়কে ছাড়িয়ে অনুপ্রেরণার গল্প হয়ে থাকে।

ছবি : সংগৃহীত
পড়ুন : IPL 2025 Winner RCB : আইপিএল জিতে ইতিহাস গড়ল আরসিবি, নায়ক সেই বিরাট 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read