Sasraya News

Thursday, February 13, 2025

Virat Kohli : বৃন্দাবনে বিরাট ও অনুষ্কা

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সম্প্রতি বিদেশের মাটিতে রানের খরা গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে। দেশে ফিরেই ছুটলেন সপরিবারে বৃন্দাবনে (Vrindavon)।

 

 

সেখানে স্ত্রী অনুষ্কা ছাড়াও সঙ্গী দুই সন্তান। সমাজমাধ্যমে বিরাট ও অনুষ্কার বৃন্দাবনের ভিডিও ভাইরাল হয়। যদিও সেই ভিডিওতে তাঁদের দুই সন্তানকে দেখা যায়নি। উল্লেখ্য যে, আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anuska Sharma) নিয়ে বৃন্দাবনে তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আশ্রমে যান।

 

 

বিরাটকে (Virat Kohli) সামলে রাখার জন্য অনুষ্কার প্রশংসাও করেন প্রেমানন্দ গোবিন্দ মহারাজ। অন্যদিকে তিনি  কোহলির নম্র ব্যবহারের জন্য খুশি। মহারাজের আশীর্বাদও নেন তাঁরা। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অজি সিরিজে কোহলির ব্যাটে রানের খরা নিয়ে সমালোচনা ক্রিকেট মহলে। মোট নয়টি ইনিংসে বিশ্বের তারকা ব্যাটারের ব্যাটে রান আসে মাত্র ১৯০। ২৩.৭৫ গড়। সূত্রের খবর, চাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) খেলতে পারেন কোহলি (Virat Kohli) তার আগে যদিও ইংল্যান্ডের সঙ্গে একদিনের ম্যাচ। সূত্রের খবর, ইংল্যান্ডের সঙ্গে একদিনের সিরিজে নাও খেলতে পারেন কোহলি।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sunday’s Literature Special | 5 January 2025 | Issue 46 || সাশ্রয় নিউজ, রবিবারের সাহিত্য স্পেশাল | ৫ জানুয়ারি ২০২৫ | সংখ্যা ৪৬

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment