



পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ★ লন্ডন : টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) যেন এখনও ভারতীয় ক্রিকেটের পরোয়া করা এক প্রেরণার নাম। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পা রাখার পর, অনুশীলনের ফাঁকে জাতীয় দলের বেশ ক’য়েকজন সদস্যকে নিজের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আবারও সকলের মন জয় করলেন ‘কিং’ কোহলি।

সূত্রের খবর, গত সোমবার সন্ধ্যেবেলায় নিজের লন্ডনের বাসস্থানে এক ঘরোয়া নৈশভোজের আয়োজন করেছিলেন বিরাট। উপস্থিত ছিলেন বর্তমান অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant), পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-সহ আরও ক’য়েকজন ক্রিকেটার। দীর্ঘসময় আড্ডা, খাওয়া ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে দিয়ে কেটেছে সেই সন্ধ্যা। সূত্রের খবর, “বিরাট এখনও অনেকের কাছে মেন্টরের মতো। ইংল্যান্ডে তাঁর রেকর্ডও দুর্দান্ত। এই সফরের আগে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ানো এবং তাঁদের মধ্যে আত্মবিশ্বাস জোগানোই ছিল আসল উদ্দেশ্য।” সূত্রের আরও দাবি, শুভমনের নেতৃত্বে এই নতুন দলটি যাতে সিরিজে একতাবদ্ধভাবে পারফর্ম করে, সেই দিকেও নজর দিয়েছেন কোহলি।
প্রসঙ্গত, আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বহুল প্রতীক্ষিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট লিডসের হেডিংলেতে, দ্বিতীয় ম্যাচ ২ জুলাই থেকে এজবাস্টনে। ১০ জুলাই লর্ডসে তৃতীয় টেস্ট, ২৩ জুলাই থেকে চতুর্থ ম্যাচ ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এবং ৩১ জুলাই থেকে সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দ্য ওভালে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির পর টেস্টে অভিজ্ঞতার ভাঁড়ারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুভমন গিলের নেতৃত্বে তরুণ দলটি প্রতিভাসম্পন্ন হলেও, অভিজ্ঞতা ও ধারাবাহিকতার অভাব তাদের সমস্যায় ফেলতে পারে। এমন পরিস্থিতিতে বিরাটের এই আগ্রহ ও কাছের সম্পর্ক ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে বলেই মনে করছেন অনেকেই।

অন্যদিকে, ভারতীয় দলে অনুশীলন চলছে পুরোদমে। কে এল রাহুল (KL Rahul), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-রা ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ ও একটি ইনট্রা-স্কোয়াড ম্যাচের পরিকল্পনাও রয়েছে। এর মাঝেই বিরাটের লন্ডনের বাড়িতে বসে ক্রিকেটীয় চর্চা ও অভিজ্ঞতা ভাগাভাগি, যার তাৎপর্য হয়ত শুধু খেলার মাঠেই প্রকাশ পাবে।
২০২১-২২ সালে বিরাট কোহলির নেতৃত্বেই ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ ড্র করেছিল ভারত। সেবারও তাঁর ব্যাট ছিল দলের নির্ভরতার প্রতীক। সেই স্মৃতি এখনও তরতাজা অনেকের মনে। এবার তিনি মাঠে না থাকলেও, ‘অদৃশ্য অধিনায়ক’ হিসেবে দলের পাশে দাঁড়াতে যে প্রস্তুত, তা যেন আরও একবার প্রমাণ করে দিলেন বিরাট। শেষ পর্যন্ত, কোহলির এই উদ্যোগ ভারতীয় ক্রিকেটের দলগত ঐক্যের এক দৃষ্টান্ত হিসেবেই মনে রাখা হবে। আর ক্রিকেটমহলের প্রশ্ন, “এই ‘গুরুমন্ত্র’ কি আদৌ বদলে দেবে সিরিজের রূপরেখা? বিলেতে কি ধরা দেবে নতুন ইতিহাস?” উত্তর দেবে সময়ই।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায়: এক লড়াকু অধিনায়কের কাহিনি
