



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat-Anuska) -ঘরে নতুন অতিথি আসতে চলেছে, এখবর ছিলই সূত্রের। তবে, আনুষ্ঠানিকভাবে সেকথা দম্পতি জানাননি। বিশ্বকাপের সময়ও বিরাট ঘরণী ক’য়েকটা ম্যাচ বিরাটের সঙ্গে ছিলেন না। শেষের ম্যাচগুলিতে তাঁকে সঙ্গে দেখা যায়।
চলতি ইংল্যান্ড সিরিজেও দল থেকে ছুটি নেন তিনি৷ জানা যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিবারের পাশে ছিলেন ভারতের তারকা ব্যাটার।
১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। এটি তাঁদের দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান ভামিকা। বিরাট ও অনুষ্কার কোলে নতুন অতিথি আসায় খুশি নেটবাসীরা। দম্পতিকে তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সংবাদ পেয়েই অঢেল শুভেচ্ছায় ভাসিয়েছেন। তাঁদের সন্তানের আগমনের ক’য়েকদিনের মাথায় বিরাট-অনুষ্কা (Virat-Anuska) তাঁদের সমাজমাধ্যমে খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন। তাঁদের পুত্রসন্তানের নাম আকায়। -সংগৃহীত ছবি
আরও খবর : 71st Miss World : বেনারসি পরে মিস ওয়ার্ল্ড র্যাম্প কাঁপালেন সিনি
