



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : হঠাৎ ভাইরাল (Viral) নিমরত কৌরকে লেখা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) চিঠি। এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী নিমরত কৌরকে (Nimrat Kaur) লেখা বিগ-বি -এর চিঠি।

উল্লেখ্য, মায়ানগরীতে দীর্ঘদিন ধরে চর্চার শীর্ষে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) দাম্পত্য জীবন। বলিপাড়ায় গুঞ্জন যে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। দু’জনের মধ্য তৈরি হয়েছে দূরত্বও! কখনও ওঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে শোনা যায়, তাঁদের বৈবাহিক জীবন বিচ্ছেদের দিকে এগুচ্ছে! আদৌ কী তাই? অবশ্য রাই বা বচ্চন পরিবারের পক্ষ থেকে বিষয়ে এখনও কিছু মন্তব্য প্রকাশ্যে নিয়ে আসেননি।

তবে সম্প্রতি অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌর-এর সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে! একাংশের মিডিয়া সেই খবর সামনে নিয়ে আসে, তা সিনেমাপ্রেমীদের ভেতর হৈচৈ তৈরি করে। পরে অবশ্য অভিনেত্রী নিমরত কৌর সে বিষয়ে জানান, তিনি ‘সিঙ্গল’ এবং কোনও সম্পর্কে নেই। উল্লেখ্য, অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন ও নিমরত একটি ছবিতে স্ক্রিন শেয়ার করেন। সেখান থেকেই দু’জনের মধ্য সম্পর্ক গড়ায় বলে নিন্দুকেরা মনে করেছিলেন। তবে সেটা নিছক গালগপ্পো তা স্পষ্ট করে দেন অভিনেত্রী নিমরত কৌর।
যখন এই আবহে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত নেটবাসীরা, তখন অভিষেক ও ঐশ্বর্যের দাম্পত্যের মাঝে নিমরতের নাম নিয়ে আসে একাংশের সংবাদমাধ্যম! চর্চা প্রবল আকার ধারণ করে। এরই মাঝে নিমরতকে লেখা অমিতাভ বচ্চনের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় তড়িৎ প্রবাহের মতন ভাইরাল হয়। অভিষেক ও নিমরত অভিনীত ‘দসভি’ সিনেমাটি বেরনোর পরে নিমরতকে ওই চিঠি লিখেছিলেন বিগ-বি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ফলোয়ারদের সঙ্গে সেই চিঠির আনন্দ নিমরত ভাগ করে নেন। পোস্ট করেন ইনস্টাগ্রামে।

কী লেখা ছিল নিমরতকে লেখা বিগ বি -এর সেই চিঠিতে? তা জানতে নেটবাসীদের ভেতর ব্যাপকভাবে আগ্রহ তৈরি হয়। নিমরত ইনস্টাগ্রামে যে চিঠিটি পোস্ট করেন তাতে কেবলমাত্র অভিনেত্রীর কাজের প্রশংসা করে অভিনন্দন জানান বিগ-বি। যদিও সেই চিঠির বয়স কম নয়। পুরনো সেই চিঠি সামনে আসতেই কৌতুহলী ঝাঁলঝাঁক নেটাগরিকরা ঝুঁকে পড়েন চিঠির অক্ষরের দিকে। অমিতাভ বচ্চন অভিনেত্রী নিমরত কৌরকে ওই ছোট্ট চিঠিতে লিখেছিলেন, “আমাদের সেভাবে আলাপ নেই। শেষ বার যশরাজ ফিল্মসের একটি অনুষ্ঠানে ক্যাডবেরির বিজ্ঞাপনের জন্য আপনার প্রশংসা করেছিলাম মনে আছে। কিন্তু দসভি ছবিতে আপনার কাজ ব্যতিক্রমী। আমার গভীর শ্রদ্ধা ও অভিনন্দন।”
তবে একাংশের নেটাগরিকরা নিমরতকে লেখা অমিতাভ বচ্চনের চিঠিকে তেমন গুরুত্ব দিতে নারাজ! কিন্তু বিগ বি-এর থেকে কাজের প্রশংসা পেতে কে না চান!
ছবি : আন্তর্জালিক
