Sasraya News

Saturday, February 15, 2025

Vibhakar Shastri Resigne : কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন বিভাকর শাস্ত্রী

Listen

সাশ্রয় নিউজ ★নতুন দিল্লি : কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন বিভাকর শাস্ত্রী (Vibhakar Shastri)। এর পরে বিভাকর বিজেপি বা অন্যকোনও রাজনৈতিক দলের যোগ দেবেন কি-না জানা যায়নি। বিভাকর তাঁর এক্স হ্যাণ্ডেল পেজে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে উদ্দেশ্য করে একটি খোলা বার্তা লেখেন। এবং সেখানেই বিভাকর শাস্ত্রী (Vibhakar Shastri) জানান, তিনি কংগ্রেসের সাধারণ সদস্যপদ ত্যাগ করলেন। উল্লেখ্য যে, বিভাকর শাস্ত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী-এর নাতি। সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্রে কংগ্রেস ছাড়েন বাবা সিদ্দিকী (Baba Siddique) ও অশোক চবন। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Sukanta Majumdar : সন্দেশখালি যাওয়ার পথেই অসুস্থ বিজেপি’র রাজ্য সভাপতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment