



উপাচার্যদের একাংশের ধর্না রাজ ভবনের সামনে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের রাজ্যপাল বনাম রাজ্য সরকারের উপাচার্য বিষয়ক ঠাণ্ডা লড়াই তুঙ্গে। আজ শুক্রবার রাজ ভবনের সামনে ধর্নায় বসলেন উপাচার্যদের একাংশ। রাজ ভবনের নর্থ গেটে সরকারপন্থী উপাচার্যদের একাংশ ধর্না কর্মসূচি পালন করছেন। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের মঞ্চ থেকে ধর্নার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। রাজ্যপাল বোস, স্বাগত জানান তাঁকে। উল্লেখ্য, নির্ধারিত কর্মসূচি মেনেই আজ প্রাক্তন উপাচার্য, শিক্ষাবিদরা ধর্না মঞ্চ থেকে বক্তব্যে বলেন, ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা তৈরি করছেন রাজ্যপাল।’ ওমপ্রকাশ মিশ্র বলেন, “আমরা আগেই ঘোষণা করেছিলাম রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য তাঁকে খোলা চিঠি দেবো। বাংলার কৃতী শিক্ষাবিদরা আজ এখানে এসেছেন। আমরা কোনও মাইকের ব্যবহার করছি না, কোনও ধরনা নয়। আমাদের প্রতিবাদ, বিক্ষোভ, চিঠি এখানে তুলে ধরতে এসেছি।” আজকের কর্মসূচিতে উপস্থিত আছেন, শিবাজীপ্রতিম বসু, অভিক মজুমদার, উদয়ন বন্দ্যোপাধ্যায়, সুবোধ সরকার, গৌতম বসু প্রমুখ।
