



সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিজেপি প্রার্থী করেনি বরুণ গান্ধীকে (Varun Gandhi)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পিলিভিট থেকে তাঁর জায়গায় গেরুয়া শিবির প্রার্থী করেছে জিতিন প্রসাদকে। জিতিন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী। এবার এমনকী মেনকা গান্ধীকেও টিকিট দিয়েছে গেরুয়া শিবির। স্বভাবতই ক্ষোভ বরুণের।
এ-অবস্থায় বরুণকে কংগ্রেসে আসার প্রস্তাব অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরের পাঁচবারের সাংসদ বলেন, ‘বরুণ গান্ধীর কংগ্রেসে যোগ দেওয়া উচিৎ। তিনি কংগ্রেসে যোগ দিলে আমরা খুশি হব।’ এরপরেই লোকসভার বিদায়ী বিরোধী দলনেতা জানান, ‘বরুণ গান্ধী একজন শক্তিশালী এবং অত্যন্ত দক্ষ নেতা। বরুণ বলেছিলেন, গান্ধী পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগের কারণে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। আমরা চাই বরুণ গান্ধী এখন কংগ্রেসে যোগ দিন।’
বরুণ গান্ধী পিলিভিট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি’র টিকিটে জয়ী হন ২০০৯-সালে। এরপর আসনটি তিনি তাঁর মা মেনকা গান্ধী’কে ছেড়ে দিয়েছিলেন। তারপর বরুণ সুলতানপুর কেন্দ্র
[আরও পড়ুন :
Viswa Bharati- Basanta Utsav 2024 : এপ্রিলে বসন্ত উৎসব শান্তিনিকেতনে : সূত্র ]
থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ও ওই আসন থেকেই লোকসভার সদস্য নির্বাচিত হন। এবার মেনকাকেই সুলতানপুর কেন্দ্র থেকে গেরুয়া শিবির প্রার্থী করেছে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বরুণ ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি প্রতারিত হয়েছেন। নির্বাচন লড়বেন না। তবে সূত্রের এ-ও খবর, তাঁকে অনেকেই নির্দল প্রার্থী হিসেবে লড়ার পরামর্শ দিয়েছেন। তারই মধ্যে অধীর রঞ্জন চৌধুরী’র তাঁকে কংগ্রেসে স্বাগত প্রস্তাব যা রাজনৈতিক ওয়াকিবহাল মহলে আলোচনার ঝড় তোলে। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Weather Report : বাড়বে তাপমাত্রা, সম্ভাবনা বৃষ্টির
