Sasraya News

Saturday, June 14, 2025

Uttar Dinajpur : ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলে গুলি, মৃত্যু একজন

Listen

ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলে গুলি, মৃত্যু একজন

সাশ্রয় নিউজ ★ উত্তর দিনাজপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে বুথ কমিটির সভা চলছে উত্তর দিনাজপুর জেলায়। আজ উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত নির্বাচনে দু-পক্ষের টিকিট নিয়ে। প্রথমে বচসা হলেও পরবর্তীতে সেই বচসা বিরাট আকার নেয় বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে আরও খবর যে, ঘটনায় ফইজুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় চোপড়ার দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা গুলিবিদ্ধ ব্যক্তিকে ইসলামপুর মাকু হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে উল্লেখ। বিজেপি নেতা সজল ঘোষ ঘটনা সম্পর্কে বলেন, ‘এই নির্বাচনে বিজেপি কর্মীদের ওপর যতনা হামলা হবে, তার থেকে অনেক বেশি তৃণমূলের ওপর হামলা হবে। সেই হামলা তৃণমূলের লোকেরাই করবে। এটা আসলে আগের ব্যাচের খাওয়া ও পরের ব্যাচের খেতে বসার লড়াই।’ উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি এই ঘটনা সম্পর্কে বলেন, ‘আমি এখনও কোনও খবর পাইনি। বিধায়ক, ব্লক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমি শুনেছি, একটা গোলমাল লেগেছে। একজনের গুলি লেগেছে। ফোনে কথা বলে বলতে পারব।’ গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেন জেলা সভাপতি। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘জেলায় কোনও সমস্যা নেই।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read