



সাশ্রয় নিউজ ★ মুম্বাই : অভিনেত্রী ঊর্বশী রাউতের জন্মদিনে কোটি টাকার (Urvashi Rautela Birthday Cake) কেক উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন হানি সিং। রবিবার ঊর্বশীর ৩০ তম জন্মদিন ছিল। সেই দিনই তাঁকে সোনা দিয়ে বানানো কেক উপহার দেন র্যাপার হানি। সূত্রের খবর, কেকটিতে ২৪ ক্যারেট সোনা আছে। সঙ্গীত শিল্পী হানি সিং জানান, ‘আমার মতে ঊর্বশী বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা ওর কেরিয়ারের শুরু থেকে আমি দেখছি। একজন গ্লোবাল স্টার। এই কারণেই ওকে লাভ ডোস-এর আগের পার্টে কাস্ট করেছিলাম। ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছিলাম অনুরাগীদের থেকে। এবারও তেমনটা-ই হবে আশা রাখছি।’ উল্লেখ্য, ‘লাভ ডোস-২’ মিউজিক ভিডিওতেও হানি সিং ও ঊর্বশী একসঙ্গে কাজ করেছেন। ছবি : সংগৃহীত
আরও খবর : Priyanka Chopra : ‘টু কিল আ টাইগার’ -এর প্রযোজক প্রিয়াঙ্কা
