Sasraya News

Saturday, February 15, 2025

Upper Primary panel : ২৫ তারিখ আপার প্রাইমারী প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি এসএসসি’র 

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আপার প্রাইমারী চাকরিপ্রার্থীদের প্যানেল (Upper Primary panel) প্রকাশের দাবীতে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক করুণাময়ী চত্বর। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন প্রকাশ হচ্ছে না প্যানেল? এই প্রশ্ন ও দাবী রেখে সোমবার সল্টলেক করুণাময়ীতে রাজ্যের একাধিক জেলা থেকে জড়ো হন বহু চাকরিপ্রার্থী। উল্লেখ্য, হাই কোর্ট ডেড লাইন দেন ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ভেতর নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য। হাই কোর্টের নির্দেশ মেনেই এসএসসি এদিন প্যানেল প্রকাশ করার বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে উল্লেখ। সেখানে উল্লেখ, ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারী প্যানেল ২০১৬ প্রকাশ করা হবে। ২৩ তারিখে SSC এর বিজ্ঞপ্তির পরে চাকরিয় আশায় বুক বাঁধতে শুরু করেছেন আপার প্রাইমারী চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, হাই কোর্ট রায় দিয়ে ছিল, চলতি বছরের ২৮ নভেম্বর এর মধ্যে আপার প্রাইমারী (২০১৬) টেট (TET) উত্তীর্ণ ১৪০৫২ জনকে চাকরি সুনিশ্চিত করার।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue 33, September 22, 2024 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৩৩ | ২২ সেপ্টেম্বর ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment