



বিক্ষোভ আপারপ্রাইমারী চাকরিপ্রার্থীদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিক্ষোভ আপারপ্রাইমারী চাকরিপ্রার্থীদের। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তাঁরা প্রকাশের দাবি করে আসছেন। সেই সঙ্গে চাকরিতে নিয়োগের দাবি থেকে অনড় চাকরি প্রার্থীরা। আজ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সামনে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সেখানে তাঁদের পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশ ও চাকরিপ্রার্থীদের ভেতর ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে উল্লেখ। শান্তিপূর্ণ বিক্ষোভে প্রচুর সংখ্যক পুলিশ এসে চাকরিপ্রার্থীদের টানাহাঁচড়া করে প্রিজনভ্যানে তোলেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।
