Sasraya News

Thursday, June 19, 2025

United Kingdom : স্বরাষ্ট্রন্ত্রী সুয়েল্লার পদত্যাগ 

Listen

স্বরাষ্ট্রন্ত্রী সুয়েল্লার পদত্যাগ 

সাশ্রয় নিউজ : ট্রস সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র মারফৎ জানা যায়, লিজ ট্রস সরকার নানান সঙ্কটের মধ্যে টালমাটাল করছে। অর্থনৈতিক অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির। ব্যাপক মূল্যবৃদ্ধি ও ততধিক মুদ্রাস্ফীতি সঙ্কটের মুখে ফেলেছে ট্রস সরকারকে।         জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্যক্তিগত ই-মেল আইডি থেকে কলিগকে কিছু নথিপত্র পাঠান। এরপরেই তা নিয়ে সোরগোল শুরু হয়। এই ঘটনায় ভুল স্বীকার করলেও সুয়েল্লা পদত্যাগপত্র পাঠান, প্রধানমন্ত্রী লিজ ট্রসের কাছে। ট্রস তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলেও সুয়েল্লাকে জানান, ‘মন্ত্রীসভার গোপনীয়তাকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ।”

    উল্লেখ্য, ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রস নিজেও ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পদত্যাগের পরে তিনি জানিয়েছিলেন, যতদিন না তাঁর উত্তরসূরী আসছেন ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব সামলাবেন তিনি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment