Sasraya News

UGC NET 2025 City Intimation Slip : ২৫ জুন থেকে শুরু জুন সেশনের UGC NET, জানুন সিটি স্লিপ সংক্রান্ত আপডেট

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : আগামী ২৫ জুন থেকে শুরু হতে চলেছে ইউজিসি নেট (UGC NET) ২০২৫ সালের জুন সেশনের পরীক্ষা। জাতীয় পরীক্ষার্থী সংস্থা এনটিএ (NTA) জানিয়েছে, ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে মোট ৮৫টি বিষয়ের উপর। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র সংক্রান্ত তথ্য, অর্থাৎ সিটি ইনটিমেশন স্লিপ (City Intimation Slip) শীঘ্রই প্রকাশিত হবে ইউজিসি নেটের সরকারি ওয়েবসাইট ugcnet.nta.ac.in-এ। NTA সূত্রে জানা গিয়েছে, “পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার অন্তত এক সপ্তাহ আগে পরীক্ষাকেন্দ্রের শহর সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এর ফলে প্রার্থীরা আগেভাগেই নিজের পরিকল্পনা করে নিতে পারবেন।” যদিও সিটি ইনটিমেশন স্লিপ কবে প্রকাশিত হবে এখনও নির্দিষ্ট দিন জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই প্রকাশিত হবে সিটি স্লিপ।

এবারের ইউজিসি নেট জুন সেশনের পরীক্ষায় ইতিহাস (History), ভূগোল (Geography), সাংবাদিকতা ও গণযোগাযোগ (Mass Communication & Journalism), ইংরেজি (English), ফরাসি (French), রুশ (Russian), স্প্যানিশ (Spanish), তথ্য বিজ্ঞান (Information Science), রাষ্ট্রবিজ্ঞান (Political Science) সহ মোট ৮৫টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। যাঁরা জুন সেশনের জন্য ইউজিসি নেট ২০২৫-এর ফর্ম পূরণ করেছেন, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের সিটি স্লিপ ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ইউজিসি নেট আবেদন নম্বর, জন্মতারিখ ও নির্দিষ্ট সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করতে হবে। এর পরেই উন্মুক্ত হবে পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত সিটি স্লিপ, ওই স্লিপে শহরের নাম উল্লেখ থাকবে। বিশেষজ্ঞদের মতে, সিটি স্লিপ মূলত পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতি ও ভ্রমণের সংক্রান্ত ব্যবস্থা করার জন্য একটি প্রাথমিক পদক্ষেপ। এটি অ্যাডমিট কার্ড (Admit Card) নয়, বরং পরীক্ষার শহর জানিয়ে দেওয়া হয় যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার অন্তত ৪-৫ দিন আগেই পরীক্ষা কেন্দ্রের (Exam Centre) ধারণা পেয়ে যান।

অন্যদিকে, ইউজিসি নেট ২০২৫ জুন সেশনের মূল অ্যাডমিট কার্ড প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষার চার দিন আগে। অর্থাৎ, ২১ জুন নাগাদ প্রকাশ পেতে পারে অ্যাডমিট কার্ড বলে সূত্রের খবর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্যও একই ওয়েবসাইটেই যেতে হবে। এই কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা সম্ভব নয়। NTA-এর এক আধিকারিক জানিয়েছেন, “এবারের পরীক্ষা সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক ও আমরা ইতিমধ্যেই সর্বত্র প্রস্তুতি শুরু করেছি। পরীক্ষাকেন্দ্রগুলি রাজ্যভিত্তিকভাবে নির্ধারিত হয়েছে। এবং প্রত্যেক পরীক্ষার্থী তাঁদের নিকটস্থ ও সুবিধাজনক শহরে যাতে পরীক্ষা কেন্দ্র পান এই চেষ্টা করা হয়েছে।”

আরও পড়ুন : Sunjay Kapoor Net Worth : সঞ্জয় কপূরের ১০,৩০০ কোটির সাম্রাজ্য: উত্তরাধিকারের প্রশ্নে আলোচনায় সামাইরা-কিয়ান

উল্লেখ্য, ইউজিসি নেট পরীক্ষাটি শিক্ষাব্যবস্থায় ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ (Assistant Professor) ও ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)-এর জন্য যোগ্যতা নির্ধারণের অন্যতম প্রধান পরীক্ষা। দেশজুড়ে বহু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। শুধুমাত্র সফল প্রার্থীরাই বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যাপনার যোগ্য বলে বিবেচিত হন। পরীক্ষার সময়সীমা ও অন্যান্য নির্দেশাবলী অ্যাডমিট কার্ডেই বিস্তারিতভাবে জানানো থাকবে। এই পরীক্ষায় সফল হতে গেলে প্রার্থীদের প্রতিটি বিষয়ের উপর নির্ভরযোগ্য প্রস্তুতি রাখতে হবে। এদিকে, অনেক পরীক্ষার্থী ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছেন।এই প্রসঙ্গে অনুরাধা সেনগুপ্ত (Anuradha Sengupta), নামে এক পরীক্ষার্থী বলেন, “প্রতি বছরই যেমন একটা টেনশন থাকে, এবারও তাই। তবে অনলাইন সিটি স্লিপ সিস্টেমটা অনেক সাহায্য করে, কারণ আমরা আগে থেকেই পরিকল্পনা করতে পারি ভেন্যু নিয়ে।” অনুরাধার বিষয় রাষ্ট্রবিজ্ঞান।

আরও পড়ুন : Sonam Kapoor : ওজন ঝরিয়ে সৌন্দর্য ধরে রাখা, সোনম কপূরের হেঁশেলের রহস্য প্রকাশ্যে

প্রসঙ্গত, ইউজিসি নেট-এর মতো জাতীয়স্তরের পরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে এই ধরনের আধুনিকীকরণ প্রক্রিয়া যেমন প্রশংসাযোগ্য, তেমনই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে আরও স্বচ্ছতা আনতে চেষ্টা করছে এনটিএ।পরীক্ষার্থীদের উদ্দেশ্যে NTA-এর পরামর্শ, সরকারি ওয়েবসাইট নিয়মিত দেখে যাওয়া, ভুয়ো লিঙ্ক থেকে সাবধান থাকা এবং শুধুমাত্র অফিসিয়াল নির্দেশনাকেই বিশ্বাস করা। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং টাইম, ড্রেস কোড, অনুমোদিত আইডি প্রুফ সব কিছু অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে।

পরীক্ষার্থীদের কাছে সিটি স্লিপ নিঃসন্দেহে সুবিধাজনক হবে। এখন শুধু অপেক্ষা, কোন তারিখে এই স্লিপ প্রকাশ হচ্ছে সেই দিকে। যাঁরা এখনো ওয়েবসাইটে নজর রাখেননি, তাঁরা দ্রুত ugcnet.nta.ac.in-এ গিয়ে লগ ইন করে সিটি স্লিপ ডাউনলোড করার জন্য প্রস্তুত থাকুন।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : UGC NET : ইউজিসি নেট জুন পরীক্ষার নতুন দিন ঘোষণা, বদল সূচিতে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read