



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : NTA ঘোষণা করেছে যে, UGC NET জুন ২০২৫ পরীক্ষা ২১ জুন থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে ৮৫টি বিষয়ের উপর নেওয়া হবে। সূত্রে খবর, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১২ মে ২০২৫। পরীক্ষার আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৩ মে ২০২৫। আবেদনপত্র সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল ১৪ মে থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত।
আবেদনের বরাদ্দ ফি:
√সাধারণ শ্রেণি: ১,১৫০টাকা।
√OBC-NCL/EWS: ৬০০ টাকা।
√SC/ST/PwD/তৃতীয় লিঙ্গ: ৩২৫ টাকা।
যোগ্যতা: UGC NET পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এই পরীক্ষা ভারতের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) প্রদানের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে মাপকাঠি হিসেবে ধরা হয়। পরীক্ষার কাঠামো দু’টি পত্রে বিভক্ত।
UGC NET জুন ২০২৫ পরীক্ষা ২১ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনপত্র জমা ও সংশোধনের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট (https://ugcnet.nta.ac.in/) ফলো করুন।
ছবি : প্রতীকী
আরও খবর : Recipe : বানিয়ে ফেলুন সুস্বাদু ডাব চিংড়ি
